শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১১:৩০:৫২

ইউরো বাছাইয়ের শীর্ষ গোলদাতার আসনে রোনালদো

ইউরো বাছাইয়ের শীর্ষ গোলদাতার আসনে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ইউরোর টিকিট আগেই কেটে ফেলেছে পর্তুগাল। তবুও বিশ্রাম মেলেনি খেলোয়াড়দের। লিখটেনস্টেইনের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামান কোচ রবার্তো মার্তিনেজ। 

মিলেছে প্রত্যাশিত ফল। ২-০ গোলে জিতেছে ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা। গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যা তাকে বসিয়েছে ইউরো বাছাইয়ের শীর্ষ গোলদাতার আসনে। ১০ গোল করে তিনি একা নন, বেলজিয়ামের রোমেলু লুকাকুও আছেন সেখানে।

‘জে’ গ্রুপে ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার (১৯) চেয়ে আট পয়েন্টে এগিয়ে। তলানিতে থাকা লিখটেনস্টেইন কোনও পয়েন্ট পায়নি।

ঘরের মাঠে আগের দেখায় ৪-০ গোলে লিখটেনস্টেইনকে হারায় পর্তুগাল। এবার প্রতিপক্ষের মাঠে কিছুটা ভুগেছে তারা, যে কারণে প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ডিওগো জোতার থ্রু বল ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া রোনালদোর বাঁপায়ের শট ক্রসবারে আঘাত করে জালে জড়ায়। এনিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের শীর্ষ গোলদাতা করলেন ১২৮ গোল। এনিয়ে ষষ্ঠবার এক বর্ষপঞ্জিকায় ১০ গোলের দেখা পেলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

জোয়াও কানসেলো ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ান। প্রতিপক্ষ গোলকিপার বেঞ্জামিন বুয়েচেল তার জায়গা ছেড়ে বেরিয়ে এসে ভুল করেন। সেই সুযোগে খালি জালে বল জড়ান কানসেলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে