শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১১:৫৯:০৯

বাংলাদেশের কপাল পুড়লো শেষ ওভারে!

বাংলাদেশের কপাল পুড়লো শেষ ওভারে!

স্পোর্টস ডেস্ক: বর্তমানে ভারতে অবস্থানে করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে চার দলের অংশগ্রহণে চলছে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। 

টাইগার যুবারা আজ (শুক্রবার) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। বাংলাদেশের কপাল পুড়লো শেষ ওভারে! টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ড যুবাদের কাছে বাংলাদেশের যুবারা হেরেছে ১৩ রানে। 

শেষদিকে জয় পেতে ২৪ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৩১ রান। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করে। ফলে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১৩ রানে হারতে হয় টাইগার যুবাদের। চার দলের সিরিজে এটি বাংলাদেশের দ্বিতীয় হার।

এর আগে ইংলিশদের দেওয়া ৩২৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জিসান আলম এবং আশিকুর রহমান শিবলি। 

জিসান ৪১ রান করে জেইডন ডেনলির বলে বিদায় নেন। তিনে নেমে ভালো করতে পারেননি মোহাম্মদ রিজওয়ানও, ফিরেছেন মাত্র ৯ রান করে। এরপর চারে নামা আরিফুল ইসলামও মাত্র ৬ রানে আউট।

৯২ রানে ৩ উইকেট হারানো বিপর্যস্ত দলকে টেনে তুলতে জুটি গড়েন আশিকুর এবং আহরার আমিন। একপর্যায়ে হাফ-সেঞ্চুরি তুলে নেন আশিকুর, যদিও এরপর বেশিক্ষণ তিনি ক্রিজে টিকতে পারেননি। 

তিনি বিদায় নেন ৬২ রান করে। এরপর দ্রুতই আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। পরে আরহার আমিন বিদায় নেন ৬৬ রান করে। ২০৯ রানে ৭ উইকেট হারানোর পর বাংলাদেশের জন্য ম্যাচটি আবার কঠিন হয়ে ওঠে।

সেখান থেকে শেখ পারভেজ জীবন এবং ওয়াসির আরেকটি জুটি যুব টাইগারদের স্বপ্ন দেখাতে থাকে। ৮৩ রানের জুটিতে জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত আর সীমানা-দড়ি ছোঁয়া হয়নি তাদের। ৬০ রানের ইনিংস খেলা পারভেজ জীবনকে ফেরান এডওয়ার্ড জ্যাক। শেষ দিকে ওয়াসি করেন ৩২ রান।

এর আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৩২২ রানের পুঁজি পায় ইংল্যান্ডের যুবারা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলেছেন হামজা শেখ। এছাড়া নোয়ার করেন ৮৮ রান। বাংলাদেশের হয়ে ইকবাল হাসান ইমন ৪টি এবং মারুফ মৃধা নেনন ৪টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ৩২২/৯ (৫০ ওভার) (হামজা ১২৬, নোয়া ৮৮, বেনকেনস্টেইন ২২; ইকবাল হাসান ৪/৬২, মারুফ ৩/৭১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৩০৯ (৪৯.৩ ওভার) (আহরার ৬৬, আশিকুর ৬২, পারভেজ জীবন ৬০, জিসান ৪১; জ্যাক ৫/৫৭, মিচেল ৩/৫৬)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে