শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ০১:২৫:৩৪

কে হচ্ছেন বিশ্বকাপ সেরা? আলোচনার তালিকায় ৯ ক্রিকেটারের নাম

কে হচ্ছেন বিশ্বকাপ সেরা? আলোচনার তালিকায় ৯ ক্রিকেটারের নাম

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হওয়ার পথে আরেকটি ক্রিকেট বিশ্বকাপ। আর ফাইনাল দিয়ে রোববার পর্দা নামবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। 

১০ দলের এই টুর্নামেন্ট থেকে শুধু চ্যাম্পিয়ন দলই নয়, সেরা ব্যাটার-বোলার ও সেরা খেলোয়াড় বেছে নেওয়ার জন্যও উন্মুখ সবাই। বিশেষ করে সেরা খেলোয়াড় তথা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে হবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, এবারের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে আছেন ৯ ক্রিকেটার। তাদের মধ্যে চারজনই ভারতীয়। 

এ ছাড়া অস্ট্রেলিয়ার ২ জন, নিউজিল্যান্ডের ২ জন ও দক্ষিণ আফ্রিকার ১ জন ক্রিকেটার আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে।

এই ৯ ক্রিকেটার হলেন— বিরাট কোহলি, মোহাম্মদ শামি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও কুইন্টন ডি কক।

তাদের মধ্যে কোহলি এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক, যিনি বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। 

১০০-এর বেশি গড় নিয়ে ১০ ইনিংসে ৭১১ রান নিয়ে ফাইনালের অপেক্ষায় আছেন ভারতের এ সুপারস্টার। বোলারদের তালিকায় আবার শীর্ষে আছেন মোহাম্মদ শামি, যিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট খেতাব পাওয়ার বড় দাবিদার। মাত্র ৬ ম্যাচ খেলেই ৯.১৩ গড়ে তিনি শিকার করেছেন ২৩ উইকেট, যা আসরে এখন অবধি সর্বোচ্চ।

এ ছাড়া বল হাতে আলো ছড়িয়েছেন বুমরাহ, ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক রোহিত। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিংয়ে, অ্যাডাম জাম্পা বোলিংয়ে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র বোলিংয়ের পাশাপাশি বিশেষত ব্যাটিংয়ে, ড্যারিল মিচেল ব্যাটিংয়ে এবং সদ্য অবসরে যাওয়া প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক ব্যাট হাতে মাতিয়েছেন গোটা টুর্নামেন্ট।

শেষ পর্যন্ত কার হাতে উঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে