রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১২:৪২:৪৬

যার জন্য বিশ্বকাপ জিততে চান রোহিত শর্মা

যার জন্য বিশ্বকাপ জিততে চান রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে রোববার আসরের সেরা দল ভারতের মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সেরা দল অস্ট্রেলিয়া। আহমেদাবাদে দুই দলই শিরোপা জয়ের কঠিন লড়াইয়ে অবতীর্ণ হবে।

কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়-সেটি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

রোহিত জানিয়েছেন, এবারের বিশ্বকাপ নিজেদের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্যই জিততে চায় ভারত। কোচের আত্মত্যাগ ও দলকে সাজানোর জন্য কঠিন পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ তাকে শিরোপা উপহার দিতে চান রোহিত-কোহলিরা। মূলত দ্রাবিড় ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলতে দিয়েছেন বলেই ভালো খেলা সম্ভব হয়েছে বলে মনে করেন রোহিত।

সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘সত্যিকার অর্থেই আমাদের ভালো খেলার পেছনে তার (রাহুল দ্রাবিড়) অবদান অত্যন্ত বেশি। আপনারা অবগত আছেন, রাহুল ভাই তাদের ক্রিকেট কীভাবে খেলেছেন, আর আমরা বর্তমানে কীভাবে ক্রিকেট খেলছি। স্পষ্টতই, এটি সম্পূর্ণ বিপরীত। আমরা যেভাবে খেলতে চেয়েছি, তিনি আমাদের সেভাবেই খেলার অনুমতি দিয়েছেন।’

রোহিত আরও বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়দের কঠিন সময়ে তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছি। বিশেষ সময়ে তিনি যেভাবে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন, সেটি খুবই উপকারী ছিল। আসরে আমাদের বড় উদযাপনের অংশ হতে চান তিনি। তার জন্যই আমাদের শিরোপা জিততে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে