রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:০৫:৩৮

আজকের ফাইনালে আমন্ত্রণ পাননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক!

আজকের ফাইনালে  আমন্ত্রণ পাননি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক :  ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে লড়ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। গ্যালারিতে উপস্থিত থেকে ভারতীয় দলকে উৎসাহ দিচ্ছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা। অথচ সেখানে নেই কপিল দেব। আইসিসি বা বিসিসিআই- কেউই আমন্ত্রণ জানায়নি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

এবার বিশ্বকাপ শুরুর আগে বেশ কিছু তারকাদের 'গোল্ডেন টিকিট' দিয়েছিল বিসিসিআই। সেই টিকিট পেয়েছিলেন, শচীন, অমিতাভ বচ্চন, রজনীকান্তরা। এই টিকেটের দিয়ে যেকোনো মাঠে, যেকোনো ম্যাচ দেখার সুযোগ পান তারা। পাশাপাশি ফাইনাল উপলক্ষে বেশকিছু তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যায়।
অথচ সেই তালিকাতে নেই কপিল।

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ শুরুর আগে এবিপি নিউজের একটি অনুষ্ঠানে যোগ দেন কপিল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ফাইনাল ম্যাচে কেন মাঠে উপস্থিত নেই তিনি? জবাবে কপিল বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছে। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়।’

কপিল নিজেও ভাবেননি ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে উপক্ষিত থেকে যাবেন তিনি, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো।’

কপিল আমন্ত্রণ পাননি, তবে ব্রডকাস্টারদের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপ ফাইনালের দিন নরেন্দ্র মোদই স্টেডিয়ামে হাজির বিশ্বকাপজয়ী সেই দলের অনেকে। বিসিসিআই সভাপতি রজার বিনি নিজে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। রবি শাস্ত্রী, শ্রীকান্ত, গাভাস্কাররা ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছেন ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে