বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১২:০০:২৬

আপনার মতে এবারের খেলায় কে জিতবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

 আপনার মতে এবারের খেলায় কে জিতবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক: চবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সময়টা মোটেও ভালো কাটছে না। কাতার বিশ্বকাপে দলটির হতাশা এখনও সতেজ, এরপর পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্বের লড়াইয়েও এখন পর্যন্ত তারা পাঁচ ম্যাচের জিতেছে মাত্র দুটিতে। 

বিপরীতে এখনও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে তারা লাতিন আমেরিকার বাছাইয়ের টেবিলে শীর্ষস্থান দখল করেছে। বিশ্বকাপে সৌদি আরবের পর কেবল সর্বশেষ ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছেন লিওনেল মেসিরা।

আগামীকাল (বুধবার) ভোর সাড়ে ৬টায় সুপার ক্লাসিকোতে রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। 

ম্যাচটির আগেরদিন (আজ) সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের কোচরা। সেখানে লিওনেল স্কালোনি প্রতিপক্ষ ব্রাজিলের প্রধান দুই তারকা নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়র না থাকলেও সতর্ক থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে, ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ ফার্নান্দো দিনিজ মেসিকে নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে বলেছেন— চিন্তা করতে হবে।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি নিঃসন্দেহে রোমাঞ্চ ছড়ালেও, ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় সেলেসাও শিবির। আগে থেকেই দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে নেইমার। চোট কাটিয়ে দলে ফিরে থিতু হওয়ার আগে আবারও চোটে পড়েছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা। 

এছাড়া সর্বশেষ ম্যাচে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুসও। তাদের ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। সে কারণে স্বাভাবিকভাবেই তাদের নিয়ে প্রশ্ন করা হয় স্কালোনির কাছে।

তারা না থাকলেও ব্রাজিল দলে বদলি খেলোয়াড় আছে বলে মত স্কালোনির, ‘ভিনিসিয়ুস-নেইমার দুজনই দুর্দান্ত। দুজনকে নিয়েই ভাবতে হয়। তবে আমরা জানি, তাদের বদলি খেলোয়াড়ও আছে ব্রাজিল দলে। 

তাদের প্রত্যেক ফুটবলারই শীর্ষ পর্যায়ের, তরুণ, দ্রুতগতির এবং অভিজ্ঞ। নিশ্চিতভাবেই তাদের কোচ ভিন্ন কিছু প্রস্তুত করে রেখেছে। কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল ভালো খেলেছে। ৭৬ মিনিট পর্যন্ত তারা দুর্দান্ত ছিল, ম্যাচের ফল যদিও ভিন্ন কথা বলছে।’

‘আর্জেন্টিনা মানসিকভাবে এগিয়ে আছে কি না— আমরা এসব নিয়ে ভাবিনি। আমরা শুধু আমাদের জন্য খেলি। প্রতিপক্ষ দলের কী হবে, সেটা নিয়ে ভাবি না’, প্রশ্নের জবাবে বলেন আলবিসেলেস্তে কোচ।

এদিকে, ক্লাসিকো লড়াইয়ে মেসিকে আটকানোর প্রশ্নে ব্রাজিল কোচ দিনিজ বলেন, ‘আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে এবং চেষ্টা করতে হবে যেন সে তার (মেসি) সৃজনশীল ফুটবল খেলতে না পারে। 

মেসিকে সামলানো স্পষ্টতই ভিন্ন বিষয় এবং আপনাকে চিন্তা করতেই হবে। তার মাপের একজন খেলোয়াড় এবং মাঠে যার কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দারুণ ক্ষমতা আছে, তাকে নিয়ে চিন্তা আসবেই।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে প্রস্তুত, যারা এই মুহূর্তে সবার সেরা না হলেও সেরা দলগুলোর একটি। আর সেটা তারা বিশ্বকাপ জিতেছে বলেই নয়, অনেকদিন ধরেই তারা সেরা। 

তাদের দলে সবচেয়ে বড় লিগগুলোয় খেলা ফুটবলার আছে, সবসময় পাদপ্রদীপের আলোয় থাকতে তারা অভ্যস্ত। আর মেসি তো আছেই... এটা এমন একটা দল, যারা অনেক দিন ধরে ভালো খেলছে, জয়ের চক্রে আছে…আমরা তাদের শক্তি সম্পর্কে জানি। আমরাও সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি।’ আর এমন অবস্থায় আপনার মতে এবারের খেলায় কে জিতবে ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে