স্পোর্টস ডেস্ক : দুপুরের ম্যাচ শেষে চট্টগ্রামের তানজিদ তামিম বলেছিলেন, দিনের বেলায় রান না হলেও, রাতে ঠিক রান হচ্ছে মিরপুরের উইকেটে। কথাটা যে ঠিক কতটা সত্য, তার নজির পাওয়া গেল পরের ম্যাচেই।
টাইগার ক্রিকেটের তিন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণে বরিশাল করেছে ১৮৭ রান। আর দুই ওভার হাতে রেখে সেই ম্যাচ শেষ করেছে খুলনা।
রানতাড়া করতে নেমে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা এভিন লুইস। যতক্ষণ মাঠে ছিলেন টি-টোয়েন্টে খেলেছেন উপভোগ করে। ২১ বলেই করেছেন ফিফটি। তবে এরপর ফিরে গেলেও খুব একটা সমস্যা হয়নি খুলনার জন্য। ৬৩ রান করে ম্যাচসেরা হওয়া এনামুল হক বিজয়ের মুখেও ছিল লুইস বন্দনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলসে এসে বিজয় বলেন, 'আপনারা তো লুইসের খেলা দেখলেন। আসলে লুইসই ব্যবধান গড়ে দিয়েছে। আমরা শুধু ক্যারিং করেছি।
আমার কাছে মনে হয়েছে আমি জাস্ট ক্যারি করেছি। আফিফও তাই করেছে, আমরা শুধু দলকে... আগের দিনের মতো ফিল করেছি যে ৭-৮ করে লাগবে (ওভারপ্রতি রান)।
কিন্তু খেলাটা আসলে পুরোটা ঘুরিয়ে দিয়েছে লুইস। অবশ্যই ১৯০ রান মিরপুরে তাড়া করা সহজ নয়। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ও খেলাটা বদলে দিয়েছে।'
এমন হাইস্কোরিং রান টুর্নামেন্টকে জমিয়ে রাখবে বিশ্বাস বিজয়ের, 'দেখুন, টুর্নামেন্টে কিন্তু এত রান হয়নি যতগুলো ম্যাচ হয়েছে। জেতা হোক কিংবা হারা হোক, যাই হোক না কেন ক্লোজ ম্যাচগুলো কিন্তু টুর্নামেন্টের একটা হাইপ ক্রিয়েট করে।
আজকের ম্যাচটা টুর্নামেন্টের হাইপ ক্রিয়েট করবে আমি আশা করি। এরকম একটা ম্যাচ হচ্ছে সবাই দেখতে আসবে, ভালো ফিল করবে।