স্পোর্টস ডেস্ক : কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে রবিবার নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের বিমান ধরেন বাবর আজম।
বিপিএল খেলতে গতকাল সোমবার মধ্যরাতে ঢাকায় নামেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আজ রংপুরের জার্সি খেলতে নেমে গেছেন বাবর। তার আগে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন এই ব্যাটার।
বাবর আর সাকিব এবার একই দলের হয়ে খেলছেন। তবে চোখের চিকিৎসার জন্য সাকিব সিঙ্গাপুরে থাকায় আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না। তবু সাকিবের মতো এমন একজন তারকা অলরাউন্ডার দলে থাকায় উচ্ছ্বাস প্রকাশ করলেন বাবর।
ম্যাচ শুরুর আগে ব্রডকাস্টিংয়ের সঙ্গে আলাপে বাবর বলেন, ‘সে একজন কিংবদন্তি। খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তার অনেক ভালো অভিজ্ঞতা আছে। আমার জন্য ভালো যে, আমাদের একজন সাকিব আল হাসান আছে।’ এ নিয়ে দ্বিতীয়বার বিপিএল খেলতে এলেন বাবর।
আগেরবার খেলেছেন সিলেট সিক্সার্সের হয়ে। এবার রংপুর হয়ে খেলতে এসে বললেন, ‘আমার মনে হয়, এখানে বড় চ্যালেঞ্জটা হলো স্পিন। এখানে স্পিন সহায়ক উইকেট থাকে এবং সবাই খুব ভালো মানের স্পিনার। এটি আমার দ্বিতীয় বিপিএল। প্রথমবার ভিন্ন দলে খেলেছি। খুবই রোমাঞ্চিত আমি।’
সমর্থকদের উদ্দেশে বাবর বলেন, ‘আমি শুধু বলব, রংপুর রাইডার্সকে সমর্থন করুন এবং স্টেডিয়ামে এসে দলের খেলা দেখুন, সমর্থন করুন।’