শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১০:১৭:৪৭

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন রশিদ খান?

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন রশিদ খান?

স্পোর্টস ডেস্ক: হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন রশিদ খান? কেন নাম সরিয়ে নিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে? যদিও লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে আছেন রশিদ খান। 

মূলত পিঠের চোটের কারণে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ ও দ্বিপাক্ষিক সিরিজে খেলতে পারেননি তিনি। একই কারণে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও নাম সরিয়ে নিলেন রশিদ।

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে রশিদকে পাওয়া নিয়ে শঙ্কা থাকার পরও গত ডিসেম্বরের ড্রাফটের আগে তাকে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর। পরের আসরেও যেন এই স্পিনারকে ধরে রাখা যায়, এই পরিকল্পনায় হয়তো সিদ্ধান্তটি নিয়েছে তারা।

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের সবশেষ তিন আসরে খেলেন রশিদ। গত দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। 

২০২২ আসের ৯ ম্যাচে ধরেন ১৩ শিকার। গতবার ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

গত নভেম্বর থেকেই বাইশ গজের বাইরে আছেন রশিদ খান। মূলত পিঠের চোটের জন্য ছুরি-কাঁচির নিচে যেতে হয় তাকে। ভারতের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দলের সঙ্গে ভারতেও যান, কিন্তু ফিট না থাকায় খেলতে পারেননি কোনো ম্যাচ।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন রাশিদ। সব কিছু ঠিক থাকলে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলবেন তিনি। আইপিএলের আগে আফগানিস্তানের হয়েও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে