শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ০৯:০১:০৯

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সাকিবের?

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সাকিবের?

স্পোর্টস ডেস্ক: গত বছর ভারতে বিশ্বকাপ খেলাকালে প্রথম চোখের সমস্যায় পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যার জন্য তিনি বিপিএলের আগে আমেরিকা ও লন্ডনে চোখের ডাক্তার দেখান। 

সমাধান না হওয়ায় সবশেষ সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এই টাইগার অধিনায়ক। চোখের এমন সমস্যা নিয়েও বিপিএলে মাঠে নেমেছিলেন তিনি।

সিঙ্গাপুরে থাকায় মাঝে এক ম্যাচ খেলতে পারেননি, আজ (শুক্রবার) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে ফের সাকিব মাঠে নেমেছিলেন। যদিও রংপুর রাইডার্স ৬ উইকেট হারানোর পর ব্যাটে নামেন তিনি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সাকিবের? যদিও ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেননি, করেছেন মোটে ২ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের প্রধান কোচ সাকিবের দেরিতে মাঠে নামার কারণ জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ‘সাকিব আল হাসান মাত্র (আগেরদিন রাতে) এসেছে। অনেকদিন মাঠে ছিল না। আপনারা সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (আগে) ব্যাট করেনি।’

সাকিবের চোখে এখন কোনো সমস্যা আছে কি না— এমন প্রশ্নে সোহেল বলেন, ‘না, আপাতত সমস্যার কথা বলে নাই। সে ভাবছে কালকে আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’

সাকিবকে কি শুধু বোলার হিসেবে খেলানো হবে কি না এমন প্রশ্নও করা হয়েছিল রংপুর কোচের কাছে। জবাবে সোহেল বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে (সব করবে), সেজন্য ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো তাকে দিতেই হবে।’

ম্যাচটিতে সাকিবের দল পরাজিত হয়েছে ২৮ রানে। খুলনার দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় রংপুর মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে