স্পোর্টস ডেস্ক : রিয়েল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির পথচলা শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। তার আগে এখন প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলে বেড়াচ্ছেন মেসি-সুয়ারেস-বুসকেতসরা। এর মধ্যে এই সপ্তাহে এমন দুই ম্যাচ খেলছে, যা সম্ভবত ফুটবলপ্রেমীদের কাছে অনেক আকাঙ্খিত।
ইন্টার মায়ামি এখন আছে সৌদি আরবে, সেখানে আজ নেইমারের দল আল হিলালের সঙ্গে খেলেছে। আগামী বৃহস্পতিবার আরও বড় ম্যাচ – ফুটবলপ্রেমীদের গত দেড় দশকের রোমাঞ্চে ফিরিয়ে নেওয়ার ম্যাচ – ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর বনাম লিওনেল মেসির ইন্টার মায়ামি!
তা চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়া নেইমার না খেললেও আজ আল হিলালের কাছে ৪-৩ গোলে হেরেছে মেসির মায়ামি। সে ম্যাচেও মেসির বিপরীতে এক ‘রোনালদো’র দেখা মিলেছে। আসল রোনালদো নন, তা তো আর বলে দিতে হয় না। আল হিলালের তৃতীয় গোলটি করা মিখায়েল গোল উদ্যাপনে নকল করেছেন রোনালদোকে।
এ উদ্যাপনে কি মেসিকে খোঁচাতে চেয়েছেন মিখায়েল? এমন আলোচনা উঠেছে। তবে ম্যাচের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এ নিয়ে প্রশ্নে বললেন, মেসিকে অসম্মান করা বা খোঁচানোর প্রশ্নই আসে না, কারণ তাঁর চোখে, মেসির সামনে তিনি কিছুই নন!
ম্যাচের ৪৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করার পর উদ্যাপনে রোনালদোর ‘সিউউ’ উদ্যাপন নকল করেছেন মিখায়েল। লাফিয়ে উঠে সিউউউ উচ্চারণ আর কী! যে মাঠে মেসি আছেন, সে মাঠে রোনালদোরই লিগ প্রতিদ্বন্দ্বী কোনো দলের খেলোয়াড় রোনালদোকে নকল করে মেসিকে খোঁচাতে চেয়েছেন কি না, সে প্রশ্ন উঠেছে তাতে।
তবে এ নিয়ে প্রশ্নে ম্যাচ শেষে মিখায়েল যা বললেন, তাতে উল্টো মেসির প্রতি তাঁর মুগ্ধতা আর সম্মানই ঝরে পরল প্রতিটি শব্দে, ‘মেসির সঙ্গে তুলনা করলে আমি তো কিছুই নই! এই তুলনা আমার সাজেই না! আমি ওর অনেক বড় শুভাকাঙ্খী, ভক্ত। ইশ্বরকে আমি ধন্যবাদ দিই যে কোনো ফুটবল ম্যাচে ওর সঙ্গে একই মাঠে খেলার সৌভাগ্য হয়েছে আমার।’
মেসিকে বিশ্বসেরা জানিয়ে বরং ‘আরব কাপ’ নামের প্রীতি এই টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ দিলেন মিখায়েল, ‘রিয়াদ সিজন কাপ আয়োজনের নেপথ্যের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, যে টুর্নামেন্টের কারণে আমরা বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির বিপরীতে খেলতে পারছি। লড়াইয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
আল হিলালের সঙ্গে ম্যাচেই একবার রোনালদোর উদ্যাপন দেখা হয়ে গেছে মেসির। এখন আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় আসল রোনালদোর সঙ্গে তাঁর সাক্ষাতের অপেক্ষা ফুটবলপ্রেমীদের।