স্পোর্টস ডেস্ক : গত ২৩ জানুয়ারি মিরপুরে শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল। শেষ পাঁচ বলে কুমিল্লার প্রয়োজন ছিল ১৩ রান।
বোলিংয়ে ছিলেন পেসার খালেদ আহমেদ আর ব্যাটিংয়ে ম্যাথু ফোর্ড। সেই ওভারে চার-ছক্কায় কুমিল্লার জয় নিশ্চিত করেন আইরিশ তারকা ফোর্ড।
ডেথ ওভারে ক্যালকুলেটিভ বোলিংয়ে ব্যর্থ হওয়ায় অধিনায়ক তামিম ইকবাল পেস বোলার খালেদের ওপর বিরক্ত হয়। যে কারণে পরের ম্যাচে বরিশালের একাদশে জায়গা হয়নি খালেদের।
অবশ্য গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফেরানো হয় খালেদকে। এদিন ১৮৬ রান করে সিলেট জয় পায় ৪৯ রানে। খেলা শেষে সংবাদ সম্মেলনে বরিশালের প্রতিনিধি হয়ে আসেন পেসার খালেদ।
আগের ম্যাচে অধিনায়কের বকা খাওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি ফিল্ড সেটআপ সেভাবে করেছি। ব্যাটার যেন প্রস্তুত থাকেন সেদিকে মারতে। তাকে (ফোর্ড) বোকা বানাতেই সেভাবে বোলিং করেছি। যেভাবেই হোক, তা হয়নি। দিনটা তারই ছিল। তার সংযোগ ভালো হয়েছে। আমাকে বড় ভাইয়েরাই বকা দিতে পারেন। মাঠের ভেতরে সবাই সমান। বড় ভাই বকা দিয়েছেন, তাতে কিছু মনে করি না।’
খালেদ আরও বলেন, ‘দেখুন, আমাদের দল অনেক ভালো। কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছি। গত ম্যাচে চট্টগ্রামের সঙ্গে ১০ রানে হেরেছি। আসলে আমাদের বোলিং ভালো হচ্ছিল না। সব বোলারই আজ চেষ্টা করেছে। টানা তিন ম্যাচ যেহেতু হেরেছি, এ কারণে চেষ্টা ছিল ভালো বোলিং করার।’