বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৭:২৬:৩০

৫ গোল করল আর্জেন্টিনা!

৫ গোল করল আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকের টিকিটের জন্য বুধবার (৩১ জানুয়ারি) ভোরে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ‍অনূর্ধ্ব-২৩ দল। এ ম্যাচে তারা জয় পায় ৫-০ গোলের বিশাল ব্যবধানে।

কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে আর্জেন্টিনার বড় জয়ে সবচেয়ে বেশি অবদান কাতার বিশ্বকাপ জয়ী থিয়াগো আলমাডার। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। একটি করে গোল করেন সান্তিয়াগো ক্যাস্ত্রো, ফাকুন্দো কুইরোজ ও লুসিয়ানো গুন্ডো।

২২ বছর বয়সী আলমাডা অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষেও দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেন তিনি। জাতীয় দলে ২০২২ সালে অভিষেক হওয়া এ ফুটবলার এখন পর্যন্ত খেলেছেন ৪ ম্যাচ। আলমাডা প্রতিনিধিত্ব করলেও অন্য তিন গোলদাতার কেউই আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি পরেননি। ক্যাস্ত্রো খেলেছেন অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ে।

দুটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্ট। দুটি গ্রুপ থেকে মোট ২টি দল সুযোগ পাবে প্যারিস অলিম্পিকে খেলার। এরমধ্যে টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

চিলির বিপক্ষে জয় দিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। তবুও অলিম্পিকের টিকিট নিশ্চিত হয়নি তাদের। প্যারিসে অংশগ্রহণ করতে চাইলে পরের ম্যাচেও জিততে হবে, তাকিয়ে থাকতে হবে প্যারাগুয়ে-চিলি ম্যাচের দিকেও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে