বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২২:১৯

এবার যে দাবি জানালেন মিরাজ

এবার যে দাবি জানালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজ নামটার সঙ্গে জুড়ে আছে নানা বিশেষণ। কখনও ওপেনার, আবার কখনও টপ-অর্ডার, মিডল-অর্ডার কিংবা ফিনিশিংয়েও তাকে দেখা গেছে। 

চলমান বিপিএলেও ব্যাট হাতে বিভিন্ন পজিশনে খেলেছেন এই অলরাউন্ডার। তবে ফরচুন বরিশালের হয়ে মিরাজ একই পজিশনে খেলতে চান। ভিন্ন ভিন্ন পজিশনে খেলে তাকে সাবলীলও মনে হয়নি, মিরাজ নিজেও অর্ডার পরিবর্তন করে খেলাকে কঠিন বলে উল্লেখ করেছেন। 

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘প্রত্যেক ম্যাচেই আমাকে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে হয়েছে। খেলতে হয়েছে বিভিন্ন পজিশনে। ভিন্ন ভিন্ন পজিশনে খেলা কঠিন। 

একেকদিন একেক পরিস্থিতি আসে। তারপরও গত তিনটি ইনিংসে আমি খুশি। ছোট ছোট ইনিংস ছিল, কিন্তু ভালো ছিল দলের কন্ট্রিবিউশন। এজন্য আমি খুশি। যদি সুযোগ পাই অবশ্যই বড় ইনিংস খেলার চেষ্টা করব।’

ব্যাটিং অর্ডারে এক জায়গায় সেট করার দাবিও জানিয়েছে মিরাজ, ‘একটা জায়গায় নিজেকে ফিক্সড করতে পারলে খুব ভালো লাগবে। তবে টিম কম্বিনেশন আছে, পরিকল্পনা আছে দলের। 

এজন্য হয়তো আমাকে বিভিন্ন পজিশনে দেওয়া হচ্ছে। আমি কোচ-ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। তারা হয়তো আমাকে একটা পজিশন (দেবেন), যেমন গত ২ ইনিংস একটা জায়গাতেই খেলিয়েছেন। হয়তো চিন্তা করছেন এখানে খেললে দলের জন্য ভালো হবে।’

বরিশালের হয়ে গত দুই ইনিংসে সাত নম্বর পজিশনে দুইশ’র বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন মিরাজ। যথাক্রমে ৩৫ (১৬ বল) ও ১৫* রান (৬ বল) এসেছে তার ব্যাটে। যা নিয়ে এই তারকা ক্রিকেটার বলেন, ‘গত ৩ ইনিংস নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুশি। চেষ্টা করেছি যতটুকু পারি ভালো খেলার। দিনশেষে দল ভালো ফলাফল পেলে ভালো লাগে। চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য।’

আগামী ৩ ফেব্রুয়ারি আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে বরিশাল। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুটিতে জয় পেয়েছে তামিম ইকবালের দলটি, বাকি তিনটিতে হেরেছে। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তাদের অবস্থান পাঁচ নম্বরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে