শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:১৩:৫১

৩-১ গোলে জিতল বাংলাদেশ

৩-১ গোলে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের মাটিতে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের ম্যাচ দিয়ে ফুটবলে নতুন বছরের প্রথম ম্যাচ খেলল বাংলাদেশ। 

লাল-সবুজের মেয়েরা জয় দিয়ে শুভ সূচনাও পেয়েছে। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল।

প্রথমার্ধের স্কোরলাইন বাংলাদেশের অনুকূলেই ছিল। পিছিয়ে থাকা নেপাল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। যদিও সেটা আর শেষ পর্যন্ত সম্ভব হয়নি, বাংলাদেশ লিড ৩-১ এ উন্নীত করলে সফরকারীদের সেই আশা শেষ হয়ে যায়। 

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশকে গোল পেতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশকে লিড এনে দেন সাগরিকা। নেপালের গোলরক্ষক ঠিকমতো গোলকিক নিতে পারেননি, ফলে বক্সের অনেক বাইরে থেকে সরাসরি বল পেয়ে বাংলাদেশের একজনের হেড পাস পান সাগরিকা। এরপর তিনি নেপালের জালে বল জড়ান।

প্রথম গোল পেতে দেরি হলেও, বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ হয়েছে তিন মিনিট পরই। ইতি খাতুনের ক্রস মুনকি আক্তার বক্সের একটু ভেতরে পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান।

বিরতির আগে স্বাগতিকদের স্কোরলাইন ৩-০ হতে পারত। ওই সময় সাগরিকাকে বক্সে ফেলে দেন নেপালী ডিফেন্ডার। এরপর বাংলাদেশের অধিনায়ক আফিদার নেওয়া শট গোলপোস্টে প্রতিহত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে