শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:২৯:০৩

সাকিব আগের মতো ফিট না হতে পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন?

সাকিব আগের মতো ফিট না হতে পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন?

স্পোর্টস ডেস্ক: চোখের সমস্যার কারণে গেল মাস খানেক ধরেই বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও পরিপূর্ণ সমাধান পাচ্ছেন না এই অলরাউন্ডার। চোখের সমস্যার প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি।

সাকিব যদি আগের মতো ফিট না হতে পারেন তাহলে ক্রিকেটই ছেড়ে দেবেন এমনটাই মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর পর কুমিল্লার হয়ে সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, 'যদি সে না ফিরতে পারে তাহলে ক্রিকেটই খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।'

দিন চারেক আগে সাকিবের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সালাউদ্দিন। সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। 

খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।'

কয়কেও দিন আগেই সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছিলেন, 'উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। অনুশীলন করছে নিজে নিজেওন। 

ইভেনচুয়ালি অফ-ডেতেও অনুশীলন করছেন। ওই ব্যাটিং থেকে যে আত্মবিশ্বাসটা রয়েছে এবং চোখের যে সমস্যাটা আছে– আমার কাছে মনে হয়, এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে