শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২৪:১৮

বিসিবিকে চিঠি, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তাসকিনের!

বিসিবিকে চিঠি, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তাসকিনের!

স্পোর্টস ডেস্ক: চলতি বিপিএলে বেশ ভালো রিদমেই রয়েছেন তাসকিন আহমেদ। তবে কাঁধের সেই চোট থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। এমন অবস্থা নিয়েই সর্বশেষ বিশ্বকাপেও খেলেছেন। 

শারীরিক ধকল কমাতে নিজেকে টেস্ট ফরম্যাট থেকে সরিয়ে নিতে চান তাসকিন। টেস্ট ক্রিকেটে না রাখার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে তিনি বিসিবিকে চিঠি দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিনের চিঠির বিষয়ে তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের (টেস্ট) ক্রিকেট খেলতে চায় না।’

বিপিএলের চলতি আসর শেষ হওয়ার পরই প্রধান কোচ ও তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে (চন্ডিকা হাথুরুসিংহে) আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে