শনিবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২৮:০৬

অল্প রানে পাকিস্তানকে আটকে রেখে সেমির আশা রইল বাংলাদেশের

অল্প রানে পাকিস্তানকে আটকে রেখে সেমির আশা রইল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: উইকেটের পেছনে আশিকুর রহমান শিবলীর ক্যাচ মিস বাদ দিলে ১০০ তে ১০০ই পাবে বাংলাদেশ। একেবারে প্রয়োজনীয় মুহূর্তে ব্রেকথ্রু। 

সঙ্গে দরকারমতো পেস এবং টার্ন। সঠিক সময়ে, সঠিক কাজটাই করে গিয়েছেন বাংলাদেশের বোলাররা। তাতে পাকিস্তানকেও আটকে রাখা গিয়েছে অল্প রানের মধ্যেই। সেমিফাইনালে যাওয়ার আশাও তাই টিকে রইল প্রথম ইনিংস শেষে। 

বেনোনিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। পিচে ঘাস থাকায় অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ছিল না। 

দিনশেষে মাহফুজুর রাব্বির এই সিদ্ধান্তেরই জয় হলো। যদিও তাতে বড় কৃতিত্ব বোলার রোহানাত-দৌলা বর্ষন এবং শেখ পারভেজ জীবনের।  দুজনের আঁটসাঁট বোলিং এবং উইকেট শিকারের সুবাদে ১৫৫ রানেই আটকেছে পাকিস্তান। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে