স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তাটা প্রায় পরিষ্কার করে ফেলে বাংলাদেশ।
আজ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে এক ম্যাচ আগেই ফাইনালও নিশ্চিত হলো সাইফুল বারী টিটুর শিষ্যদের।
দুই ম্যাচের দুটিই জিতে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে নাম লেখালো সাবেক চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষায় রইলো ভারত। এই ভারতকে হারিয়ে ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তিন বছর পর তাদের হারিয়েই আবার ফাইনালে নাম লেখালো জয়নব-সাগরিকারা।