বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৯:০২

এখানে লুকানোর কিছু নাই: তাসকিন

এখানে লুকানোর কিছু নাই: তাসকিন

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগেই জানা গিয়েছিল টেস্ট ক্রিকেট আর খেলতে চান না তাসকিন আহমেদ। পরে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিজের নিশ্চিত করেছিলেন বিষয়টি। জানিয়েছিলেন এ বিষয়ে সিদ্ধান্ত হবে চন্ডিকা হাথুরুসিংহে দেশে আসার পর।

প্রথম থেকেই জানা গিয়েছিল, কাঁধের পুরাতন চোটের কথা চিন্তা করেই নিজেকে সরিয়ে নিতে চান তাসকিন। অবশেষে গণমাধ্যমের সামনেও সেই কথাই বললেন তিনি। 

টেস্ট ক্রিকেট সংক্রান্ত বিষয়ে তাসকিন বলছিলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। 

এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে। 

তাসকিন আরো বলেন, ‘তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। 

এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়।  এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’ 

তবে এই কথার মাঝেই হালকা আভাস দিলেন ভবিষ্যতে আবার ফিরে আসার। বললেন, ‘হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আবার চেষ্টা করবো।’

বিপিএলের পর পরই তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেললেও দুই টেস্টের সিরিজে যে তাকে দেখা যাবে না তা এখন অনেকটা নিশ্চিত। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা অবশ্য বাকি আছে। তারা জানিয়েছে বিপিএলের পরই টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে