রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:৫২:৫৭

গোলের পর গোল, যে ফলাফলে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা

গোলের পর গোল, যে ফলাফলে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উন্মাদনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি বয়সভিত্তিক ফুটবলেও দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার) ভোরে অলিম্পিক বাছাইয়ে দুই দলের যুবাদের ক্লাসিক দেখা যাবে। এর আগেই অবশ্য আরেকটি টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা।

প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক সেন্টারে ফুটসাল কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল লাতিন দুই জায়ান্ট। গোলের পর গোল, গতকাল (শনিবার) শিরোপার লড়াইয়ে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা জাতীয় দল। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় পিটোর গোলে লিড নেয় সেলেসাওরা। 

এরপর ম্যাচ শেষের বাঁশি বাজার আগমুহূর্তে আর্জেন্টিনার জাল ভেদ করেন রাফা। ২-০ গোলের জয়ে কনমেবল কোপার শিরোপা জিতেছে ব্রাজিল। অবশ্য আর্জেন্টাইন কোচ মাতিয়াস লুকুইক্সের শিষ্যরা শেষ পর্যন্ত লড়াই চালিয়েও গোলের দেখা পায়নি। এর আগে ২০২২ ফুটসাল কোপা আমেরিকার শিরোপার জিতেছিল আলবিসেলেস্তেরা। 

 ফাইনাল জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টটিতে অপরাজিতই থাকল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বিদের কাছে শিরোপা খোয়ালেও আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ফুটসাল বিশ্বকাপে নিজেদের পথ পরিস্কার করেছে আলবিসেলেস্তেরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে