স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের অলিম্পিকে খেলা নিশ্চিতের পর স্বাভাবিকভাবেই সামনে আসে টুর্নামেন্টে লিওনেল মেসির খেলার বিষয়টি। দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো অবশ্য সুখবর দিয়ে বলেন, মেসি প্যারিসে খেলতে চাইলে দরজা সবসময় খোলা রয়েছে।
আর্জেন্টিনা ও বার্সেলোনার জার্সিতে একসঙ্গে মাঠ মাতিয়েছেন মেসি-মাশ্চেরানো। মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনূর্ধ্ব-২৩ দলের কোচের। অলিম্পিকে মেসির খেলা প্রসঙ্গে ৩৯ বর্ষী মাশ্চেরানো বলেছেন, ‘সবাই লিওর সঙ্গে আমার সম্পর্কটা কেমন সেটি জানে। এটি বন্ধুসুলভ একটি সম্পর্ক।
‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, অলিম্পিকে আমাদের সঙ্গে যেতে তার মতো একজন খেলোয়াড়ের জন্য সবসময় দরজা খোলা থাকবে। যদিও এর পুরোটা নির্ভর করছে লিওর নিজের সিদ্ধান্তের উপর।’
প্যারিস অলিম্পিকের মূলপর্বে খেলা নিশ্চিতের পর যুক্তরাষ্ট্র থেকে যুবাদের অভিনন্দন জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসের একটি ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘ভামোস।’ বাংলায় যার মানে দাঁড়ায় ছুটে চলো। একইসঙ্গে হাততালির চারটি ইমোজিও যুক্ত করেন বিশ্বজয়ী অধিনায়ক।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সোনাজয়ী মেসিকে নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাখ সম্প্রতি বলেছেন, ‘অলিম্পিক গেমসে তাকে ফিরে পাওয়াটা চমৎকার হবে।’