স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরুর তারিখ জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগামী ২৩ মার্চ আইপিএল শুরু হয়ে শেষ হতে পারে ২৬ মে।
১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার এক সপ্তাহ আগেই আইপিএল শেষ করার চিন্তাভাবনা করছে ভারত।
লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর আইপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত করবে ভারত। সূচি মোটামুটি তৈরি করে রাখা হয়েছে। এখন শুধু আনুষ্ঠাকি ঘোষণা বাকি।
অতীতে লোকসভা নির্বাচনের কারণে আইপিএল হয়েছে দেশের বাইরে। এবার আইপিএল দেশের মাঠেই হবে।
আজ বুধবার আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলেই তারা আইপিএলের সূচিও প্রকাশ করে দেবেন।
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, আইপিএলে যারা ভালো করবে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে।
দ্রাবিড় বলেন, ‘গত বছর আমাদের কাছে প্রাধান্য ছিল এক দিনের বিশ্বকাপের। সেই ধরনের ক্রিকেটই আমরা বেশি খেলেছি; কিন্তু এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ম্যাচ পাব না। তৈরি হওয়ার জন্য খুব বেশি সময় পাব না। আমাদের তাই আইপিএলের ওপর ভরসা করতে হবে। আমরা একসঙ্গে দল হিসেবে হয়তো খেলতে পারব না; কিন্তু পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’