স্পোর্টস ডেস্ক: দুজনেই ছেড়েছেন ইউরোপ। ক্রিস্তিয়ানো রোনালদো গেছেন সৌদি আরবে আর লিওনেল মেসি নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে। দুজন দুই মহাদেশে পাড়ি জমালেও লড়াই যেন শেষ হচ্ছে না। মাঠের লড়াই হোক কিংবা পরিসংখ্যানের; দুজনকেই এখনো লড়ে যেতে হচ্ছে।
একটিতে মেসি এগিয়ে গেলে আরেকটিতে এগিয়ে যান রোনালদো। গত রবিবার আল নাসরের হয়ে গোল করে এমনই একটি পরিসংখ্যানে মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। পেনাল্টিহীন গোলের হিসাবে আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ তারকা। এত দিন পেনাল্টি ছাড়া গোলে এই দুই তারকার গোল ছিল সমান ৭১৩টি।
আল ফাতেহর বিপক্ষে গোল করে মেসিকে পেছনে ফেলে নিজেকে চূড়ায় বসিয়েছেন রোনালদো। আল নাসরের জার্সিতে আরেকটি গোল করে রোনালদো নিজের অনুভূতি প্রকাশ করতে ভোলেননি, ‘আরেকটি গোল করলাম, আরেকটি জয়। এভাবেই এগিয়ে যেতে চাই।’ ক্যারিয়ারে মোট গোলেও মেসির চেয়ে এগিয়ে রোনালদো।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি। আর মেসির ৮২১টি। এর মধ্যে পেনাল্টি থেকে রোনালদো গোল করেছেন ১৬১টি এবং মেসির ১০৮টি। ক্লাব জার্সিতে রোনালদোর মোট গোল ৭৪৭টি আর মেসির ৭১৫টি। দেশের হয়ে রোনালদো করেছেন ১২৮ গোল আর মেসি ১০৬টি।
ম্যাচ খেলাতেও এগিয়ে রোনালদো। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে রোনালদো খেলেছেন ১২০৬ ম্যাচ। আর্জেন্টাইন তারকার ম্যাচ সংখ্যা ১০৪৭।