বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০২:২২

ছয় ছক্কা এক ওভারেই!

 ছয় ছক্কা এক ওভারেই!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে এমন কিছু কীর্তি আছে যা ব্যাপকভাবে উদযাপন করা হয়। এর মধ্যে আছে ওভারে ৬টি ছক্কা মারার বিষয়টিও। এখনো দর্শকদের চোখে ভাসে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে যুবরাজ সিংয়ের সেই ‘ছয় ছক্কা’।

তালিকাভুক্ত ক্রিকেটে ছয়টি ছক্কা মারা প্রথম খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার গ্যারি সোবার্স। ১৯৬৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে গ্লামারগনের ম্যালকম ন্যাশের করা ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন সোবার্স। প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি রবি শাস্ত্রির। বোম্বের হয়ে ১৯৮৫ সালে বারোদার বিপক্ষে ওভারে ৬টি ছক্কা মারেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ‘ছয় ছক্কা’র প্রথম কীর্তি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হার্শেল গিবসের। এরপর সব ধরনের ক্রিকেট মিলিয়ে আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের কিয়েরন পোলার্ড, বাংলাদেশের নাইম ইসলামসহ অনেকেই ছয়টি ছক্কা মারেন। এই কীর্তিতে সর্বশেষ নাম ভারতের অন্ধ্র প্রদেশের ভামশী কৃষ্ণ।

ভারতের ঘরোয়া লিগ সিকে নাইডু ট্রফিতে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটের একটি ম্যাচে এমন রেকর্ড গড়েন কৃষ্ণা। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই সেই ছয় ছক্কার একটি ভিডিও তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছে, ‘এক ওভারে ছয়টি ছক্কা! 

কাদাপায় কর্নেল সি কে নাইডু ট্রফিতে ৬৪ বলে ১১০ রান করার পথে রেলওয়ের স্পিনার দমনদীপ সিংয়ের এক ওভারে অন্ধ্রের ভামশী কৃষ্ণ ৬টি ছক্কা মেরেছেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে