শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:২৫:০৫

নিরাপত্তারক্ষীর ছেলে এবার আইপিএলে

 নিরাপত্তারক্ষীর ছেলে এবার আইপিএলে

স্পোর্টস ডেস্ক : নামটা ক্রিকেট আঙ্গনে অপরিচিত মনে হতেই পারে। তবে আসন্ন আইপিএলের নিলামে দেখিয়েছেন চমক। ৩ কোটি ৬০ লক্ষ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। 

ঝাড়খণ্ডের প্রথম আদিবাসী ক্রিকেটার হিসাবে পেয়েছেন আইপিএলে খেলার সুযোগ। রাতারাতি কোটি টাকার মালিক হলেও তার বাবা কাজ করছেন এখনও বিমানবন্দরের নিরাপত্তারক্ষী হিসেবে।

আজ থেকে শুরু ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। সেখানে ভারতের দল বিমানবন্দরে অবতরণ করে বের হয়েছেন রবিন মিঞ্জর বাবা ফ্রান্সিসের সামনে দিয়ে। স্বাভাবিকভাবেই অপরিচিত খেলোয়াড়ের বাবাকেও কেউ চিনতে পারেননি। তবে ফ্রান্সিস চোখেমুখে ভক্তি নিয়ে দেখেছেন সবাইকে। আর হয়তো চিন্তা করেছেন- একদিন এই দলেই থাকবে তাঁর ছেলে!

ফ্রান্সিস জেভিয়ার মিঞ্জ নিজেই কাঠ কেটে ছেলেকে ব্যাট বানিয়ে দিতেন ছোট বেলায়। পরে ভর্তি করিয়ে দেন ক্রিকেট কোচিং অ্যাকাডেমিতে। তবে ছেলের ওপর কোনও দিন চাপ দেননি ফ্রান্সিস। না কোনও দিন ছেলের অ্যাকাডেমিতেও হাজির হয়েছেন। ক্রিকেটার হতেও জোর দেননি ছেলেকে। শুধু বলে দিয়েছিলেন, যা করবে ভালবেসে করবে। সেখান থেকেই সফল রবিন।

বিমানবন্দরে রোহিতরা ফ্রান্সিসকে চিন্তে পারেননি। এই বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেছেন, ‘কেন চিনবে তারা আমায়? আমি এখানে স্রেফ একজন নিরাপত্তারক্ষী। অনেকের মধ্যে একজন।’ বিমানবন্দরে তিনি একজন নিরাপত্তারক্ষী এবং সেই দায়িত্বই মন দিয়ে পালন করে যেতে চান তিনি।

ছেলে আইপিএলের সুযোগ পেয়ে কোটি টাকা কামালেও নিজের পুরনো দায়িত্ব ধরে রাখতে চান ফ্রান্সিস। ‘ছেলে আইপিএলের ক্রিকেটার বলে নিজের কাজে ঢিলে দেব না। পরিবারে আর্থিক সচ্ছলতা বেড়েছে বটে। তবে কাল কী হবে কেউ জানে না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে কেন এখনও চাকরি করছি। আমি ওদের বলি, যত দিন কাজ করার শক্তি থাকবে করে যাব।’

ফ্রান্সিস মিঞ্জেরও স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়ার। তিনি গ্রামে খেলেছেন হকি এবং ফুটবল। দিল্লির সাই-তে ফুটবল শিবিরেও ডাক পেয়েছিলেন ফ্রান্সিস। কিন্তু গ্রামে কোনও স্টুডিয়ো না থাকায় ছবি তুলতে পারেননি। তাই শিবিরে যোগ দেওয়া হয়নি। তবে ছেলে যাতে খেলাধুলো করতে পারে তাই শুরু থেকেই জোর দিয়েছিলেন তিনি।

ঝাড়খণ্ড থেকে উঠে আসা মহেন্দ্র সিংহ ধোনিকে দেখেই ফ্রান্সিসের ইচ্ছে হয়েছিল ছেলেকে ক্রিকেটার বানানোর। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের জন্য রবিনে পছন্দ করতেন ধোনি নিজেও। আইপিএল নিলামের আগে ধোনি বলেছিলেন, আর কোনও দল রবিনকে না নিলেও চেন্নাই সুপার কিংস তাকে দলে নেবে। শেষ পর্যন্ত রবিন ভিড়েছে গুজরাট টাইটান্সের ডেরায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে