সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:১০:০০

একলাফে যত কমলো বিপিএলের টিকিটের মূল্য

একলাফে যত কমলো বিপিএলের টিকিটের মূল্য

স্পোর্টস ডেস্ক: বিপিএলের প্লে-অফের প্রথম দুটি ম্যাচের টিকিটের মূল্যবৃদ্ধির পর এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে কমানো হলো। একলাফে কমে মাত্র ১০০ টাকায় উপভোগ করা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারের খেলা। বিসিবি সূত্রে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলতি বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটে দাম কিছুটা বাড়ানো হয়েছিল। সর্বনিম্ন ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৩০০ টাকা। এ ছাড়া নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকার বদলে করা হয়েছিল ৫০০ টাকা। পাশাপাশি ক্লাব হাউজ ৮০০ ও ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিটের মূল্য দেড় হাজার টাকা। সর্বোচ্চ আড়াই হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।

অবশ্য এলিমিটের ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ডেতে দুটি করে ম্যাচ ছিল। দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচ ডেতে ডাবল হেডার নেই। আগামী ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর জয়ী দল বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল। এদিন মিরপুরের ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে মাত্র ১০০ টাকায়। 

নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। পাশাপাশি ক্লাব হাউজ ৪০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৮০০ টাকা। আর সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য থাকছে ১৫০০ টাকা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও, টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন।

টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) থেকে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও।

টিকিটমূল্য এক নজরে
গ্র্যান্ড স্ট্যান্ড - ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড - ৮০০ টাকা
ক্লাব হাউজ - ৪০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড - ২০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড - ১০০ টাকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে