সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:২৬:৫৪

২৪ বলের মধ্যে ১৩ বলেই বাউন্ডারি

২৪ বলের মধ্যে ১৩ বলেই বাউন্ডারি

স্পোর্টস ডেস্ক: মুশফিক হাসান সম্ভবত আজকের দিনটি ভুলেই যেতে চাইবেন। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে নিয়ন্ত্রিত বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যখন রংপুর রাইডার্সের লাগাম টেনে ধরেছিল, তখন এই মুশফিকই বলতে গেলে একা হাতে রাইডার্সদের ফিরিয়েছেন ম্যাচে! জিমি নিশাম, নিকোলাস পুরানদের হাতে বেধড়ক পিটুনি খেয়ে গড়েছেন লজ্জার এক রেকর্ড। 

বিপিএলের ইতিহাসে চার ওভারের স্পেলে সবচেয়ে খরুচে বোলারের নাম এখন কুমিল্লার মুশফিক হাসান। পেছনে ফেলেছেন চলতি মৌসুমেই চট্টগ্রামের আল-আমিনের গড়া লজ্জার রেকর্ড। 

বিপিএলে আজ (সোমবার) প্রথম কোয়ালিফায়ারে মুশফিক দিয়েছেন ৭২ রান। তাতেই রংপুর দাঁড় করিয়েছে ১৮৫ রানের বিশাল সংগ্রহ। 

নিজের চার ওভারের কোটা দুই স্পেলে শেষ করেছেন মুশফিক। দুইবারই দিয়েছেন ৩৮ রান করে। প্রথম স্পেলে সান্ত্বনা হিসেবে ছিল নিকোলাস পুরানের মূল্যবান উইকেট। 

কিন্তু পরেরবার তাও হয়নি। ২৪ বলের মধ্যে ১৩ বলেই হজম করেছেন বাউন্ডারি। তাকে ৮ চার এবং ৫ ছক্কার মার খেতে হয়েছে। বিপরীতে ডট বল মোটে ৪টি।

তবে একদিক থেকে কিছুটা স্বস্তি পেতেই পারেন এই পেসার। স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে খরুচে স্পেলের হিসেবে মুশফিক অনেকটাই পিছিয়ে আছেন। ২০২২ সালে ম্যাটি ম্যাককিয়েরনান কাউন্টি ক্রিকেটে ৪ ওভারে দিয়েছিলেন ৮২ রান। টন্টনে ডার্বিশায়ারের এই বোলারকে বেধড়ক পিটিয়েছিলেন সমারসেটের ব্যাটাররা।

অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি রান দিয়েছেন কাইস আহমেদ। পিএসএলে ২০২৩ সালে মুলতান সুলতান্সের বিপক্ষে ৪ ওভারে ৭৭ রান দিয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের এই বোলার। 

আন্তর্জাতিক ক্রিকেটে কাসুন রাজিথা অস্ট্রেলিয়ার বিপক্ষে দিয়েছিলেন ৭৫ রান। আর আইপিএলে ৪ ওভারে সর্বোচ্চ ৭০ রান দিয়েছিলেন বাসিল থাম্পি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে