বুধবার, ০৬ মার্চ, ২০২৪, ০৬:০৮:৪৫

মেসি এখনও কিছু বলেননি, ভেবে দেখবেন

মেসি এখনও কিছু বলেননি, ভেবে দেখবেন

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা জায়গা করে নিলে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া খেলবেন কিনা এমন গুঞ্জন অনেক আগ থেকেই।

কোচ হ্যাভিয়ার মাশচেরানোকে সরাসরি না বলে দিয়েছেন আনহেল দি মারিয়া। মেসি এখনও কিছু বলেননি। তিনি খেলার ব্যাপারে ভেবে দেখবেন।

অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে বয়স সীমার বাইরেও তিনজন খেলোয়াড় দলভুক্ত করা যায়। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন কোচ মাশচেরানো।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মাশচেরানো বলেছেন, ‘আমি লিওনেল মেসির সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মায়ামির হয়ে কেবল মৌসুম শুরু করল। অলিম্পিকের আগে এখনো যথেষ্ট সময় বাকি আছে। এটাও বিশেষভাবে বিবেচনা করা দরকার যে সামনে কোপা আমেরিকাও আছে। এটা খুব সহজ কোনো পরিস্থিতি নয়। আমাদের দেখতে হবে যে অলিম্পিকে খেলার মতো প্রাণশক্তি তার সত্যিই আছে কি না।’

হ্যাভিয়ার মাশচেরানো আরও বলেন, ‘আমাদের বুঝতে হবে, লিও জানে যে বয়স তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং তাকে সময় ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে। তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।...পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। ইন্টার মায়ামি এবং এমএলএসের জন্য তাঁর কিছু অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়। সে তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘আনহেল দি মারিয়া আমার কলের প্রশংসা করেছেন, তবে প্যারিসে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। তাকে আমরা বাতিল করে দিয়েছি, ও তরুণ খেলোয়াড়দের জায়গা দিতে চায়।’

অলিম্পিকে খেলার প্রতি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আগ্রহ দেখিয়েছেন জানিয়ে মাশচেরানো বলেন, ‘আমরা কীভাবে দিবু মার্তিনেজকে বিবেচনা না করতে পারি? বিশ্বকাপ জয়ী দল থাকার সুবিধা আমাদের আছে। অনেক খেলোয়াড় আছে যাদের মান অনেক উন্নত। দিবু বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যে একজন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে