জুবায়ের আল মাহমুদ: দক্ষিণ আফ্রিকার এক সময়ের মাঠ কাঁপানো তারকা ক্রিকেটারের নাম শন পলক। পলকের পুরো নাম শন ম্যাকলেন পলক। যিনি বলিং এবং ব্যাটিংয়ে সমান তালে মাঠ কাঁপিয়েছেন। বলা হয় দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসে জ্যাক ক্যালিসের পর শন পলকই অন্যতম সেরা অলরাউন্ডার।
অবসরের আগে যিনি ১০৮ টেস্টে ব্যাট হাতে করেছেন ২টি সেঞ্চুরি, ১৬টি হাফসেঞ্চুরি এবং বল হাতে নিয়েছেন ৪২১ উইকেট।
আর ওয়ানডে ক্রিকেটে ৩০৩ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরিসহ মোট ৩ হাজার ৫১৯ রান। আর বল হাতে নিয়েছেন ৩৯৩ রান।
শন পলকের অবসরের পর দক্ষিণ আফ্রিকা এমন অররাউন্ডার এখনো খুজে পায়নি। তবে সম্প্রতি তাদের ঘরোয়া ক্রিকেটে এক উদিয়মান তারকার সন্ধান পেয়েছে দেশটি।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বোলা্ন্ড পার্ক স্টেডিয়ামে চলছে বোলান্ড ও ইস্টার্ন প্রোভাইনসের মধ্যে একটি ঘরোয়া আসর চলছিল। এই ম্যাচে বোলান্ডকে মাত্র ১৮৯ রানে অলআউট করে দিয়েছে ইস্টারন। ইস্টারনের হয়ে কেলি স্মুটস নামের এক উদিয়মান বোলার একাই নিয়েছেন ৬ উইকেট। তিন দিনের এই ম্যাচে তিনি বল করেছেন মাত্র ১২।
উদিয়মান এই বোলারকেই দক্ষিণ আফ্রিকার আগামীদিনের শন পলক মনে করা হচ্ছে। কারণ কেলির প্রোফাইল ঘটলে দেখা যাচ্ছে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৯ ম্যাচে করেছেন ৭টি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি। এরমধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রান (১৪৮) রান। আর বল হাতে নিয়েছেন ৫২টি উইকেট। এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন তিনবার। উদিয়মান এই ক্রিকেটারকে হয়তো আর কিছু দিনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটেরও দেখা যাবে।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম