বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৪৬:৪৩

৯ বল খেলেই সবার উপরে বুমবুম আফ্রিদি

৯ বল খেলেই সবার উপরে বুমবুম আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের আজকের ম্যাচে মুখোমুখি পেসওয়ার জালমি ও করাচি কিংস। টসে জিতে ব্যাট করতে নেমে করাচি কিংসের বিরুদ্ধে পেসওয়ার পাহাড় সমান স্কোর দাঁড় করিয়েছে।

এদিন আফ্রিদির পেসওয়ার নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে করছেন ১৮২ রান।  দলের পক্ষে সর্বোচ্চ মোহাম্মাদ হাফিজ করেছেন ৫৯ রান। এছাড়াও তামিম ইকবার ৩৭ ও কামরান আকমাল করেছেন ৩০ রান।

এই ম্যাচে অধিনায়ক শহীদ আফ্রিদি করেছেন ১৭ রান। বল খেলেছেন মাত্র ৯টি। আর এই ৯টি বল খেলে যে রান করেছেন তিনি, তাতে আফ্রিদি স্টাইক রেট সবার চেয়ে বেশি। আজকের ম্যাচে আফ্রিদির স্টাইক রেট (১৮৮)। স্টাইক রেটের দিক দিয়ে আফ্রিদির পরেই রয়েছেন ড্যারিন সামি (১৮০), মোহাম্মদ হাফিজ (১৬৮), কামরান আকমল (১৫০), তামিম ইকবাল (১০৫) এবং মালান (১০০)।   

এ দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পেসওয়ারের অধিনায়ক বুম বুম আফ্রিদি। ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখি ভূমিকায় খেলতে থাকেন দুই ওপেনার মোহাম্মাদ হাফিজ ও তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত পেসওয়ার ১০ ওভারে ১ উইকেটে করেছে ৯৩ রান। তামিম ৩১ এবং কামরান আকমল ৭ রানে ক্রিজে আছে। আউট হওয়ার আগে মোহাম্মদ হাফিজ করেন ৩৫ বলে ৫৯ রান।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে পেসওয়ার দলের হয়ে আজ যারা মাঠ কাঁপাবেন তারা হলেন, ড্যারেন সামি, দাউদ মালান, শন টেট এবং তামিম ইকবাল।

অপর দিকে করাচির বিদেশি খেলোয়াড়রা হলেন, লেন্ডি সিমন্স, জেমস ভিন্সি, সাকিব আল হাসান এবং রবি বোপারা।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে