স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের করাচি কিংসকে ১৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে তামিম ইকবালের পেশোয়ার জালমি। মোহাম্মদ হাফিজ, তামিম ইকবাল এবং কামরান আকমলের অসাধারণ ব্যাটিং নৈপুন্যের ওপর ভর করেই ৪ উইকেট হারিয়ে পেশোয়ার সংগ্রহ করে ১৮২ রান।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পেশোয়ারের অধিনায়ক শহিদ আফ্রিদি। ব্যাট করতে নেমে তামিম আর মোহাম্মদ হাফিজ মিলে ১০.৩ ওভারেই উদ্বোধনী জুটিতে তুলে নেয় ৯৩ রান। এ সময় ৩৫ বলে ৭টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন হাফিজ। রবি বোপারার বলে এলবিডব্লিউ হন তিনি।
৩৫ বলে ৩৭ রান করেন তামিম ইকবাল। তার ইনিংসে ছিল মাত্র ৩টি বাউন্ডারির মার। এদিকে,
মাত্র ২ ওভার বল করে ২৬ রান দেন সাকিব আল হাসান। কিন্তু কোন উইকেট নিতে পারেননি। করাচির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রবি বোপারা।
এর আগে প্রথম ম্যাচেই সাকিবের ৫১ রান ও এক উইকেট নেয়ার সুবাদে। যে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিবই। তবে পরের দুটি ম্যাচেই সাকিবরা হেরেছে। দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে করাচি হারে ৮ উইকেটে। এই ম্যাচে সাকিব ১৩ বলে করেন ১৭ রান। চার ওভারে ৪৩ রান নিয়ে পান একটি উইকেট। সর্বশেষ তৃতীয় ম্যাচে ইসলামাবাদের কাছে মাত্র দুই রানে হেরে যায় করাচি। যে ম্যাচে সাকিব দুই ওভারে ১১ রান দিয়ে পাননি কোন উইকেটের দেখা। যদিও ব্যাট হাতে ২২ বলে করেছেন ২০ রান।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস