বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৯:৩০

সাকিবকে হারিয়ে মহাবিপদে পড়েছে করাচি কিংস

সাকিবকে হারিয়ে মহাবিপদে পড়েছে করাচি কিংস

স্পোর্টস ডেস্ক: শারজায় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের সুপার লিগের তামিমের পেশোয়ার জালমির জয়ের জন্য ছুঁয়ে দেয়া ১৮২ টার্গেটে ব্যাট করতে নেমে অল রাউন্ডার সাকিব আল হাসানকে হারিয়ে মহাবিপদে পড়েছে করাচি কিংস। শেষ খবর পাওয়া সাকিবের করাচির সংগ্রহ ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭১ রান।

এর আগে প্রথমে টসে জিতে ব্যাট করতে মাঠে নেমে মোহাম্মদ হাফিজ ও তামিমের দুর্দান্ত ইনিংসের উপর ভরে করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করেন পেশোয়ার জালমি। শহীদ আফ্রিদির পেশোয়ার জালমির বিপক্ষে এখন জয় পেতে হলে, সাকিবের করাচি কিংসকে ২০ ওভারে সংগ্রহ করতে হবে ১৮৩ রান।

ব্যাট করতে নেমে তামিম আর মোহাম্মদ হাফিজ মিলে ১০.৩ ওভারেই উদ্বোধনী জুটিতে তুলে নেয় ৯৩ রান। এ সময় ৩৫ বলে ৭টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন হাফিজ। রবি বোপারার বলে এলবিডব্লিউ হন তিনি।

৩৫ বলে ৩৭ রান করেন তামিম ইকবাল। তার ইনিংসে ছিল মাত্র ৩টি বাউন্ডারির মার। এদিকে,
মাত্র ২ ওভার বল করে ২৬ রান দেন সাকিব আল হাসান। কিন্তু কোন উইকেট নিতে পারেননি। করাচির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রবি বোপারা।১টি করে উইকেট নেন সোহেল তানভির আর মোহাম্মদ আমির।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে