বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৭:৫৬

ক্রিকেটে ব্যর্থ হলেও ফুটবলে সেমিতে বাংলাদেশ

ক্রিকেটে ব্যর্থ হলেও ফুটবলে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ) ফুটবলের মুকুট ধরে রাখার লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল নেপাল। আসরের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত নেপালকে হারিয়ে পুরুষ বিভাগের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ভারতের গুয়াহাটির সাই সেন্টারে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।

এসএ গেমসের দ্বাদশ আসরে ফুটবলের শিরোপাধারী বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ম্যাচের ভুটানের সঙ্গে ১-১ ড্র করেছিল গনসালো সানচেস মরেনোর শিষ্যরা।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচে পাওয়া তিন পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছে নেপাল। আজকের ম্যাচে বাংলাদেশের পক্ষে দু’টি গোল করেছেন রায়হান হাসান ও নাবীব নেওয়াজ জীবন।

‘এ’ গ্রুপ থকে সেরা চারে উঠেছে মালদ্বীপ ও ভারত। রবিবার ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন মালদ্বীপের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ নেপাল।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে