ঢাকা: বার্সেলোনা ক্লাবটি মাঠে নামলেই যেন রেকর্ড হয়ে যায়। কখনো ক্লাবের কখনো’বা কোন খেলোয়াড়ের। তবে এবার তারকাহীন এক দল নামিয়েও অনন্য এক রেকর্ডের মালিক হয়ে গেছে বার্সা।
বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগে খেলা ২২ জনের স্কোয়াড থেকে মাত্র পাঁচজনকে নিয়ে এবার অ্যাওয়ে ম্যাচ খেলতে যান এনরিক। এই ম্যাচে মেসি-নেইমার-সুয়ারেজের কেউই ছিলেন না। সেই ম্যাচ ড্র করে বার্সেলোনার ফাইনাল শুধু নিশ্চিত হয়নি, টানা ২৯ ম্যাচ না হারার রেকর্ডও গড়া হয়েছে।
পাঁচ বছর আগে ঠিক কাছাকাছি জায়গায় থেকেও অপরাজিত ম্যাচের সংখ্যা ২৮ থেকে ২৯ করতে পারেননি সেই সময়কার কোচ পেপ গার্দিওলা।
২০১০-১১ মৌসুমে গার্দিওলার বার্সা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। যার ২৩টিতে জয় ও ৫টিতে ড্র ছিল। এসব ম্যাচে গোল করেছিল ৮৫টি। আর নিজেরা গোল খেয়েছিল ১৪টি।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম