স্পোর্টস ডেস্ক: শুক্রবার রাঁচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ খেলতে নামছে ভারত৷ পুণেয় প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচানোর লড়াই ভারতের সামনে৷ টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে ফুটবল খেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন দিল্লি বাঁ-হাতি পেসার৷
ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ হওয়ার কথা ছিল দিল্লিতে৷ কিন্তু আভ্যন্তরীণ সমস্যার জন্য ম্যাচ আয়োজন করতে পারেনি ডিডিসিএ৷ তড়িঘড়ি রাঁচিতে সিরজের দ্বিতীয় ম্যাচ সরানো হয়৷ রাঁচির বাইশ গজে ভারতীয় ব্যাটসম্যানদের সমসে সমস্যা সৃষ্টি করতে পারে কাসুন রাজিথা ও দুশমন্ত চামেরা৷ তাই আগামীকাল শ্রীলঙ্কাকে কাবু করতে ভারতীয় বোলিংয়ের মূল স্তম্ভ নেহেরাকে নিয়ে আবারও মাঠে নামবেন ধোনি।
২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন নেহেরা৷ কিন্তু তার পর জাতীয় দল থেকে বাদ পড়েন৷ কিন্তু ধুমকেতুর মতো টি-২০ বিশ্বকাপের ঠিক আগে জাতীয় দলে ফেরেন ৩৭ বছরের দিল্লির পেসার৷ অস্ট্রেলিয়া সফরে ভালো বল করায় টি-২০ বিশ্বকাপের দলেও জায়গা করে নেন তিনি৷ এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে ধোনির দলের পেস বোলিংয়ের মূল স্তম্ভ নেহেরা৷ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩ ওভারে ২১ রান দিয়ে দু’টি উইকেট তুলে ভারতীয় বাঁ-হাতি এ পেসার৷
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস