স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে যে কয়জন ক্রিকেটারের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, তাদের মধ্যে মোহাম্মদ ইউসুফ অন্যতম। পাকিস্তান দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান ক্রিকেটে আসার আগে পেটের দায়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছেন। খবর- ক্রিকেট ট্রাকার।
ইউসুফ লাহোরের এক দরিদ্র খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম ছিল ইউসুফ ইয়োহানা। ২০ বছর বয়সে পেটের দায়ে বাহাওয়ালপুরে রিক্সা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু তাই নয় এক পর্যায়ে বেশ কিছুদিন তিনি রিক্সা চালিয়েই জীবন ধারণ করেছেন। আর পাশাপাশি ক্রিকেট অনুশীলন করতেন।
পরবর্তীতে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান ইউসুফ। ক্যারিয়ারের এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ ইউসুফ রাখেন।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম