বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১১:২৩

আইপিএলে ধোনির দলে নতুন করে যুক্ত হলো আরো দুই মারকুটে ব্যাটসম্যান

আইপিএলে ধোনির দলে নতুন করে যুক্ত হলো আরো দুই মারকুটে ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক: আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনি নতুন দল পেয়েছেন। রাইজিং পুণে সুপার জায়ান্টস দলের অধিনায়ক ধোনি। গত শনিবার নিলামে পুণে ধোনির সঙ্গে পায় কেভিন পিটারসেন, ইশান্ত শর্মা, ইরফান পাঠান, মিচেল মার্শ, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ফ্যাফ ডু’ প্লেসি ও স্টিভেন স্মিথের মতো ক্রিকেটারদের।

এদের ছাড়াও আজ মহেন্দ্র সিং ধোনির দলে নতুন করে যুক্ত হলো আরো দুইজন মারকুটে ব্যাটসম্যান। আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লার বরাদ দিয়ে বৃহস্পতিবার এমনটি জানিয়েছে, ভারতীয় একটি অনলাইন পত্রিকা।

এই দুইজন হলেন, দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার অ্যালবি মর্কেল ও ভারতীয় মারকুটে ব্যাটসম্যান সৌরভ তিওয়ারি। সৌরভ তিওয়ারি এর আগে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে