স্পোর্টস ডেস্ক : অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন! টিম বাস উল্টে গিয়েও প্রাণে বেঁচে গেলেন আর্জেন্টিনার অন্যতম জনপ্রিয় ক্লাব অ্যাটলেটিকো হুরাকেনের ফুটবলার থেকে সাপোর্ট স্টাফরা৷ বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে হুরাকেনের টিম বাস যাচ্ছিল স্টেট অফ ভার্গাসে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে৷
স্টিপ মাউন্টেনের পাহাড়ি রাস্তা থেকে যখন দ্রুতগতিতে নেমে আসছিল, তখন দুর্ঘটনার কবলে পড়ে বাসটি৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ সঙ্গে সঙ্গে ছুটে আসে টহল দেওয়া পুলিশের গাড়ি৷ তারাই উদ্ধারকার্য শুরু করে৷
জাতীয় দলের দুই ফুটবলার প্যাট্রিসিয়া তোরাঞ্জো এবং দিয়েগো মেন্ডোজা ভালই চোট পান৷ তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ বাকিরা সক্ষম হন উল্টে যাওয়া বাস থেকে নিজেদের বের করে নিতে৷ কম-বেশি চোট লাগলেও তাদের আঘাত গুরুতর নয়৷ জানা গেছে বাসটি ব্রেকফেল করেছিল৷
১২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস