শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৪৫:৩০

মর্যাদার আসনে যেতে মিরাজদের রয়েছে নতুন একটি সুযোগ

মর্যাদার আসনে যেতে মিরাজদের রয়েছে নতুন একটি সুযোগ

স্পোর্টস ডেস্ক : গতকাল (বৃহস্পতিবার) মিরপুরের কঠিন লড়াইয়ে হেরে যায় বাংলাদেশ। স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশ।

তবে মর্যাদার আসনে যেতে মিরাজদের সব আশা শেষ হয়ে যায়নি। টাইগারদের সামনে রয়েছে আরও একটি সুযোগ।

প্রশ্ন জাগতেই পারে এই সুযোগ কি তবে বিশ্বকাপের ফাইনালে লড়াইয়ের জন্য? উত্তর হলো না, তবে তৃতীয় স্থান দখলের জন্য লড়াইয়ের মাঠে নামার একটি সুযোগ রয়েছে বাংলাদেশের।

শনিবার ফতুল্লাহ স্টেডিয়ামে হবে এই লড়াই। বাংলাদেশ তৃতীয় স্থান দখল করতে পারলে মযার্দা মোটেই কম হবে না।

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে যায় ভারত। শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই দুই দলেরই সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে।

স্বপ্ন ভঙ্গ হওয়া এই দুটি দেশ আসরের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে। এবারের বিশ্বকাপে নাটকীয়তা মোটেই কম নয়। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা বিদায় নেয় গ্রুপ পর্বেই।

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডও ভালো করতে পারেনি। শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে পাকিস্তানেরও। বাংলাদেশ গোটা টুর্ণামেন্টে দাপট দেখিয়ে সেফিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়।

এই হারের কারণ খুঁজছে বিসিবি। তবে যতটুকু জানা যায় তাতে বলা যায় মানসিক চাপই প্রধানত এই হারের জন্য দায়ী।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে