স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়। এমন সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমগুলোর প্রতি ব্যাপক সমালোচনা করেছেন জালমির সহকারী কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।
কিছুদিন আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে বিতর্কে জড়িয়ে আলোচনায় আসেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। এই ঘটনাকে অনাকাঙ্খিত বলেও দাবি করেন ফ্লাওয়ার। তিনি জানান সংবাদ মাধ্যম যেভাবে এটাকে প্রচার করছে সেটা সত্যিই দুঃখজনক।
ফ্লাওয়ার বলেন, বিশ্বাস করেন গণমাধ্যম আফ্রিদিকে যেভাবে উপস্থাপন করছে আফ্রিদি সম্পূর্ণ তার ব্যতিক্রম। আফ্রিদি অসম্ভব ভালো মানুষ এবং ও খুব ধার্মিক। যিনি ব্যক্তি হিসেবে যেকোন ক্রিকেটারের কাছেই অনুসরণীয়। আমি তাকে অনেক দিন ধরে চিনি। তার বিপক্ষে অনেকদিন খেলার অভিজ্ঞতা আছে আমার, সেই অভিজ্ঞতা থেকেই বলছি তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম