শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২০:২১

যে কারণে দল থেকে বাদ পড়তে পারেন সাকিব আল হাসান

যে কারণে দল থেকে বাদ পড়তে পারেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : যৌক্তিক কারণ বেরিয়ে এসেছে এর। দল থেকে বাদ পরতে পারেন সাকিব আল হাসান। তার পরিবর্তে একাদশে সুযোগ হওয়ার কথা অন্য এক ক্রিকেটারের।

পাকিস্তানের পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। সাকিবের দলে মুশফিকুর রহিমও রয়েছেন।

টানা চারটি ম্যাচ খেলেছেন সাকিব। মুশফিকের খেলা হয়নি একটি ম্যাচেও। সাকিব যে ম্যাচটিতে ম্যান অফ দ্যা ম্যাচ হন কেবল সেই ম্যাচে জয় পায় তার দল।

অন্য ৩টি ম্যাচেই হেরেছে করাচি। পয়েন্ট টেবিলের নিচে সাকিবের দল। নিজেদের ৪র্থ ম্যাচে মোটেই ভালো খেলতে পারেননি তিনি।

তামিম ইকবালও সাকিবের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব চালান। প্রথম দিকেই সাকিব দুই ওভার বল করেন। দুই ওভারে ২৬ রান দেন তিনি।

পরে তার হাতে আর বল তুলে দেননি মালিক। সাকিব যেখানে ৪ ওভার বল করেন সেখানে এভাবেই লজ্জা পান তিনি।

পরে ব্যাট হাতেও ব্যর্থ হন সাকিব। দলের জন্য প্রয়োজন ছিল ঝড়ো ব্যাটিংয়ের। সাকিব সেখানে ৪টি বল মোকাবেলা করে ১ রান করে আউট হন।

দলের ক্রিকেটারদের মধ্যে এদিন সবচেয়ে বাজে ফর্মে ছিলেন তিনি। ইমাদ ওয়াসিমও এ ব্যর্থ হন বল ও ব্যাট দুটিতেই।

করাচি কিংসের পরবর্তি ম্যাচে তার বাজে ক্রিকেটের কারণে নাও থাকতে পারেন সাকিব। তবে করাচির একাদশে সুযোগ হতে পারে মিস্টার ডিপেনডেবল মুশফিকুর রহিমের।

করাচি ভালো করছে না, এমন সময় মুশফিক কতটা ছন্দে দলকে নিয়ে যেতে পারে এটা দেখার বিষয় এখন।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে