শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩০:২৯

মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে শেহবাগের ব্যাটে নজর কাড়া তাণ্ডব

মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে শেহবাগের ব্যাটে নজর কাড়া তাণ্ডব

স্পোর্টস ডেস্ক : সাবেক ওপেনার তারকা বীরেন্দ শেবাগ চলমান মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে নজর কাড়া তাণ্ডব চালিয়েছেন। শেবাগের ব্যাটিংয়ে ফাইনালে গেছে তার দল।

শেবাগের পর ব্যাট হাতে জ্বলে ওঠেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাও। মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে সেমিফাইনালে মুখোমুখি হয় জেমিনি অ্যারাবিয়ানস ও স্টাইকার্স।

জেমিনির ওপেনার হিসাবে ব্যাট হাতে নামেন শেবাগ। শেবাগ করেন ৮৩ রান। ৫০ বলে এই ঝড়ো ইনিংস খেলেন শেবাগ। ১২ টি চার ও দুটি চয়ের মার রয়েছে তার।

লেভি ১২ রানে বিদায় নিলে শেবাগের সাথে যোগ দেন সাঙ্গাকারা। সাঙ্গাকারা ৪৩ বলে ৬২ রানের ইনিংস খেলেন। ৭টি চার ও দুটি ছয় মারেন তিনি।

দলের মূল সংগ্রহ আসে এই দুই জনের ব্যাটে। তৃতীয় সর্বোচ্চ (৫ বলে ১৪ রান) রান করেন রানা নাভেদ উল হাসান।

জেমিনি ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের সংগ্রহ দাঁড় করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করতে সমর্থ্য হয় গিলক্রিস্টরা।

গিল ক্রিস্টের দলের হয়ে জয়বর্ধন করেন দলীয় সর্বোচ্চ ৬৫ রান। এছাড়া অপরাজিত ৪৮ রান করেন মাস্টার্ড। তিনি এই রান করেন মাত্র ১৮ বলে।

লড়াই শেষে ১০ রানে হেরে যায় স্টাইকার্স। ফলে মাস্টার্স লিগে ফাইনালে যায় জেমিনি অ্যারাবিয়ানস।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে