শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:০৯:০৭

এবার সিপিএলে চড়া দামে সাকিব, অন্য ৬ টাইগারের অবস্থাও জেনে নিন

এবার সিপিএলে চড়া দামে সাকিব, অন্য ৬ টাইগারের অবস্থাও জেনে নিন

স্পোর্টস ডেস্ক :  ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে চড়া দামে দল পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অনেক ক্রিকেটাররাই ছিলেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের তালিকায়।

দেশের বড় আইকন মুস্তাফিজুর রহমানও ছিলেন এই তালিকায়। কিন্তু সাকিব আল হাসান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে দল পেলেও দল পাননি ৬ টাইগার ক্রিকেটার। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) দল পাননি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস।

সাকিব আল হাসান সিপিএলে জ্যামাইকা তাল্লাওয়াহসের হয়ে। এক লাখ দশ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকা। এর বাংলাদেশি অর্থ মূল্য দাঁড়ায় প্রায় ৮৭ লক্ষ। তবে সর্বশেষ রিপোর্টে মুস্তাফিজকে দলে নেয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনো দল।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে