স্পোর্টস ডেস্ক : পরিবারের সদস্যদের সাথে মাঠে চমক দেখান পাকিস্তানের গ্রেট ক্রিকেটার আফ্রিদি। বড় ভাইয়ের দল পোশোয়ার জামলির অধিনায়ক শহীদ খান আফ্রিদি। করাচির বিপক্ষে তৃতীয় জয় পায় আফ্রিদির দল।
স্টেডিয়ামে ছিলেন তার পরিবারের সদস্যরা। আফ্রিদির ৩ কন্যা বেশ গ্যালারি মাতিয়েছেন। জালমির জয়ের পর মাঠে নেমে বাবার সাথে সেলফিতে মেতে ওঠেন তারা। মাঠের রাগি মানুষটা তার পরিবারের কাছে কোমল স্বভাবের।
সেলফি তুলে এদিন সন্তানদের আবদার রাখেন আফ্রিদি। এদিন শোয়েব মালিকের করাচির বিপক্ষে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে আসে আফ্রিদির দল। সেদিন ব্যাটে তুরুপের তাস ছিল আফ্রিদিরও।
রানের ব্যবধানটা গড়েন দেন তিনিই। ৯ বলে খেলেন ১৭ রানের ইনিংস। আফ্রিদিরা জয় পায় মাত্র ৩ রানে। আফ্রিদির ব্যতিক্রমি ও অপরাজিত এই রান দলের জয়ে টনিকের মত কাজ করেছে। সেলফিতে যেমন হাসি দেখা যায় এমনটার জন্য এই টুর্ণামেন্টে শেষ পর্যন্ত লড়াই করার পণ আফ্রিদির।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর