স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের নাম্বার ওয়ান বোলার মুস্তাফিজুর রহমান। ক্রিকেট দুনিয়ার নজর কাড়ার সূচনাটা ঠিক তখনই। এরপর ভারতের বিপক্ষে যা করে দেখিয়েছেন তিনি, তা অবিশ্বাস্যই বটে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫টি ও দ্বিতীয়টিতে ৬টি সহ ওই সিরিজে মোট নিয়েছিলেন ১৩ উইকেট। এর বিশ্বব্যাপি পরিচিতি পাওয়া এই বোলার বিপিএলে ঢাকার হয়ে আলো ছড়ান।
বিদেশি লিগে প্রথম ডাক পান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। কিন্তু বোর্ডের অনুমতি না পাওয়ার সেখানে খেলা হয়নি তার। সেই ক্ষতে কিছুটা হলেও লেপন দিয়েছে আইপিএল! ১ কোটি ৪০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে টেনেছে হায়দরাবাদ সানরাইজার্স।
এবার বিদেশি লিগে খেলার ক্যারিবীয়ান সুপার লিগে (সিপিএল) খেলার সুযোগ এসেছিল মুস্তাফিজের সামনে। কিন্তু পিএসএলের মতো এখানেও কপাল পুড়লো তার। ক্যারিবীয়ান সুপার লিগে (সিপিএল) প্লেয়ার ড্রাফটে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহামুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও ইমরুল কায়েসের সঙ্গে ছিলেন তিনিও। কিন্তু কপাল মন্দ মুস্তাফিজের। সিপিএলের কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে টানেনি।
একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ।
১২ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম