শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৪:৫৩

মুশফিকুর রহিমের জন্য এল আকাশ ভেঙ্গে পড়া দুঃসংবাদ

 মুশফিকুর রহিমের জন্য এল আকাশ ভেঙ্গে পড়া দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের দীর্ঘদিনের উইকেটকিপার মুশফিকুর রহিমের জন্য এসেছে কোটি কোটি ভক্তদের হতাশ করে দেয়া এক দুঃখজনক বার্তা।

দেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম পাকিস্তানের সুপার লিগে খেলছেন। টানা চারটি ম্যাচ গ্যালারিতে ছিলেন তিনি।

মাঠে নামার সুযোগ হয়নি একটি বারও। এ কারণে খুবই কষ্ট হচ্ছে মুশফিকের। পুড়ছেন অসহ্যনীয় ব্যথায়। আর এরই মধ্যে আকাশ ভেঙ্গে পড়া দুঃসংবাদ শুনতে হলো তাকে।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) খেলার স্বপ্ন ছিল তার। কিন্তু এই আসরে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে মুশফিকের। তালিকায় থাকলেও কোনো টিম তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হয়েছে একমাত্র সাকিব আল হাসানের। জাতীয় দলের কিপিং ছাড়তে হয়েছে মুশফিককে।

ব্যাটিং দিয়েই দলে টিকে থাকার সংগ্রাম মুশফিকের সামনে। তবে এর আগে একের পর এক আঘাতে বিদ্ধ হচ্ছেন এই টাইগার ক্রিকেটার।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে