শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৫:৪৮

বিশ্বের সেরা ফুটবলারের নাম ঘোষণা করলেন জিদান

বিশ্বের সেরা ফুটবলারের নাম ঘোষণা করলেন জিদান

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচ জিনোদিন জিদান। রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার বড় বড় তারকাকে আমলেই নেননি তিনি।

বার্সালোনায় ত্রিফলা বলে খ্যাত মেসি, নেইমার ও সুয়ারেজ দৃষ্টি কেড়ে নিতে পারলেন না এই ফুটবল তারকার। রোনালদোকে সেরা তারকা বলে মনে করেন তিনি।

জিদান এক সাক্ষাৎকারে বলেন, লোকে অনেক কিছুই বলতে পারে কিন্তু আমার কাছে রোনালদোই বিশ্বসেরা। জিনোদিন জিদান বলেন, অবসরের পর সবারই ভাবনা থাকে পরিবারকে সময় দেয়ার।

কিন্তু পেশার টানে আমি ফুটবল মাঠে ফিরে এসেছি। তরুণদের গঠন করার দায়িত্ব নিয়েছি। জিদানের মতে রোনালদোর পরে নেইমার।

বার্সালোনার বড় তারকা মেসির গুণগান না গেয়ে নেইমারের প্রশংসা করাকে জিদানের কৌশল বলে মনে করেন অনেকে।

কেননা রিয়াল এর আগেও প্রশংসা গেয়ে অনেক বার্সা তারকাকে নিজেদের দলে নিয়েছে। জিদান এদিন বলেন, আমি কোচিং পেশায় আসবো এটা আগে কখনো ভাবিনি। অবসরে গিয়েও প্রিয় পেশাকে ভুলে থাকতে পারলাম না।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে