শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩২:০২

পাকিস্তানি সেই বিতর্কিত আম্পায়ার ৫ বছরের জন্য নিষিদ্ধ

পাকিস্তানি সেই বিতর্কিত আম্পায়ার  ৫ বছরের জন্য নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনই জটিলতর আকার ধারণ করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পট ফিক্সিং বিতর্ক। কয়েক মাস আগে আইপিএলের দল রাজস্থান রয়েলসের কয়েকজন ক্রিকেটারের অভিযোগে আম্পায়াররাও ভারতের কোটি টাকার ক্রিকেট লিগে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত। এর ভিত্তিতেই পাকিস্তানি এবং আইপিএলের বিখ্যাত আম্পায়ার আসাদ রউফকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

এর আগে দুই ভারতীয় ক্রিকেটার অজিত চাণ্ডিলা ও হিকেন শাহ-কে শাস্তি দেওয়া হয়। অজিত চাণ্ডিলার উপর নেমে আসে আজীবন নির্বাসনের খাঁড়া। হিকেন শাহকে নির্বাসিত করা হয় ৫ বছরের জন্য। আর এবার আইপিএল স্পট ফিক্সিংয়ের পাকিস্তানি এ আম্পায়ারকে নিষিদ্ধ করে বিসিসিআই।

পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফকে আইপিএলের ম্যাচ গড়াপেটা ইস্যুতে জিজ্ঞাসবাদ করা হয়। কিন্তু তিনি আগে অস্বীকার করেন। যদিও ওই অনুসন্ধানের পরই আইসিসি রউফকে আন্তর্জাতিক বিভিন্ন ম্যাচ থেকে প্রত্যাহার করে নেয়। কিন্তু এবার পাকিস্তানের বিতর্কিত আম্পায়ার রউফের বিরুদ্ধে আইপিএলের ফিক্সিং স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। এর ভিত্তি ধরে  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) থেকে আসাদ রউফকে ৫ বছরের জন্য নিষিদ্ধ।
১২ ফেব্রুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে