শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৮:১৬

সিপিএলে সাকিবের দলে মাঠ কাঁপাবেন যেসব গ্রেট ক্রিকেটার

সিপিএলে সাকিবের দলে মাঠ  কাঁপাবেন যেসব গ্রেট ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : সিপিএলে সাকিব আল হাসানের দলে সুযোগ হয়েছে অনেক গ্রেট ক্রিকেটারের। অনুষ্ঠিতব্য এই আসরের আগে সবকিছুই চূড়ান্ত করা হচ্ছে।  

বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের জ্যামাইকার হয়ে সাকিবের সাথে মাঠ কাঁপাবেন ক্রিস গেইল।

শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা খেলবেন সাকিব আল হাসানের দলে। জ্যামাইকা টাওয়ালসের হয়ে খেলবেন অ্যান্ডে রাসেল ও মালিঙ্গা।

সাকিব আল হাসান এর আগে বার্বাডোজের সাথে ছিলেন। এবার নতুন দলে চুক্তিবদ্ধ হন তিনি। বেশ কয়েকজন নক্ষত্রতুল্য ক্রিকেটারকে সঙ্গী হিসাবে পান তিনি।

ব্যাটিংয়ে সাঙ্গাকারা ও গেইলের কোনো তুলনা চলে না। এরা দুই জন দুই ভূবনের নক্ষত্র। অন্য অলরাউন্ডার হিসাবে অ্যান্ড্রে রাসেলের সাথে রয়েছেন বিশ্বসেরা সাকিব নিজে।

পেস আক্রমণে থাকছেন মালিঙ্কা। যেন পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে এমন টিম।
১২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে